নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

পুলিশের হামলায় আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন বিএনপির কর্মীরা। ছবি: মুনতাকিম সাদ/স্টার

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, আজ সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। দুপুর ৩টার দিকে হঠাৎ পুলিশ তাদের ওপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়েছে এবং বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে।

এ ঘটনায় বিএনপির অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন এবং তারা নয়াপল্টনের আশেপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপি নেতা-কর্মী ও অতিরিক্ত পুলিশের অবস্থান দেখা গেছে।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

45m ago