ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আজ রাজধানীর যেসব রাস্তা বন্ধ থাকবে

ছবি: রমনা ট্রাফিক বিভাগ, ডিএমপি

ছাত্রলীগের ৩০তম সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকাগুলোতে রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।

ডিএমপি ট্রাফিক রমনা বিভাগ থেকে জানানো হয়েছে, ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে যানজট পরিহারের জন্য রাজধানীর কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

21m ago