এয়ারপোর্ট থেকে ফ্রান্সপ্রবাসী ছেলের মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন বাবা

কাওছার হামিদ আলী। ছবি: সংগৃহীত

ফ্রান্সে নিহত হওয়ার প্রায় দেড় মাস পর মৌলভীবাজার বড়লেখার কাওছার হামিদ আলীর (৩৫) মরদেহ দেশে এসে পৌঁছেছে। 

সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলীর মরদেহ এসে পৌঁছায়। সকাল ৮টার দিকে বিমানবন্দরে একমাত্র ছেলের কফিনবন্দি মরদেহ গ্রহণ করেন বাবা আবুল হোসেন। 

অশ্রুসিক্ত বাবা ছেলের কফিনবন্দি মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা দেন। তাদের বাড়ি বড়লেখা পৌরসভার পানিধার এলাকায়।

সোমবার সন্ধ্যায় মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন আলীর মা-বাবা ও স্বজনরা। আলীকে শেষবারের মতো দেখতে ভিড় করেন প্রতিবেশীরা। 

সোমবার সন্ধ্যায় বড়লেখার কোর্ট চত্বর এলাকায় জানাজা শেষে আলীর মরদেহ বিয়ানীবাজারে খসবা-পণ্ডিতপাড়া গ্রামে তাদের পুরোনো বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে লাশ দাফন করার কথা।

উচ্চশিক্ষার জন্য প্রায় ১২ বছর আগে লন্ডনে পাড়ি জমান কাওছার হামিদ আলী। সেখানে ৭ বছর থাকার পর আলী পাড়ি জমান ফ্রান্সে। 

গত ২০ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে কাওছার হামিদ আলীকে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ দিন কোমাতে থাকার পর ১৩ অক্টোবর মারা যান তিনি। 

২০ অক্টোবর ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আলীর মৃত্যুর বিষয়টি জানতে পারে পরিবার। 

ফ্রান্সের সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ ডেইলি স্টারকে জানান, আলীর মৃত্যুর ঘটনায় জড়িতরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তারে ফরাসি পুলিশ অভিযান চালাচ্ছে। 

ফ্রান্সে আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield due to student clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

Now