ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
আজ শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় একটি গ্রামের ৬টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলায় নিহত শীতল মিয়া (৫৫) ওই উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কানু মিয়ার ছেলে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মুক্তারামপুর-ধরাভাঙ্গা আঞ্চলিক সড়কে চলাচলকারী পিকআপ ভ্যান থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের ইব্রাহিম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের সলিমগঞ্জ বাজারের লাইনম্যান রহিম মিয়ার কথা কাটাকাটি ও এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ধরাভাঙ্গা গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে আজ হামলা চালায়। হামলায় শীতল মিয়া মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বেশ কয়েকজন টেটাবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Comments