বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৫ জনকে নিয়োগে হাইকোর্টের আদেশ

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত ৫ জনকে নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
supreme-court_0_1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত ৫ জনকে নিয়োগ দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয় গঠিত দ্বৈত বেঞ্চ ৫টি রিটের চূড়ান্ত শুনানি শেষে নিয়োগ দেওয়ার আদেশ দিয়ে রায় দেন।

এর মধ্যে ৩৩তম বিসিএসে ১ জন, ৩৪তম বিসিএসে ১ জন, ৩৫তম বিসিএসে ১ জন এবং ৩৯তম বিসিএসে ২ জনকে তাদের সংশ্লিষ্ট ক্যাডারে নিয়োগ দিতে বলা হয়। প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পিএসসি তাদের নিয়োগের সুপারিশ করেছিল। কিন্তু পরে সরকার তাদেরকে নিয়োগ দেয়নি।

রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে. এম. মাসুদ রুমি।

Comments