১০ ডিসেম্বর সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ ডিসেম্বর
বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানা ভবন উদ্বোধন করেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের (বিএনপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা (আওয়ামী লীগ) জনগণের ম্যান্ডেট নিয়ে চলি, আমরা নির্বাচনে বিশ্বাসী।

আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে নরসিংদীর মনোহরদী থানা ভবন উদ্বোধন করার সময় তিনি এসব বলেন।

তিনি বলেন, 'বিএনপি হুঙ্কার দিচ্ছে, তারা ১০ তারিখে সারাদেশ থেকে লোক নিয়ে ঢাকা দখল করবে। তারা নাকি ওই দিন একদফা দেবে। বিরাট সংখ্যা জমায়েত করে তারা ক্ষমতা দখল করতে চায়। বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর, জানমালের ক্ষতি করে তাহলে নিরাপত্তা বাহিনী যা করা দরকার তা করবে।' 

শুধু বাংলাদেশে নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'আদালত পাড়া থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্বপরিকল্পিত। তদন্ত করে এ ঘটনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দিতে ২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তারা যাতে দেশের বাইরে পালাতে না পারে সেজন্য সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'কখনো বলিনি, দেশে জঙ্গিদের মূল উৎপাটন করেছি। শুধু আমাদের দেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আমরা দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এনেছি, তবু তারা মাঝে মাঝে গোপনে মাথাচাড়া দিয়ে ওঠে। আদালত পাড়া থেকে যে ২ জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমাদের ধারণা, তারা পরিকল্পনামাফিক কাজটি করেছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে।'

'এছাড়াও নিরাপত্তা বাহিনীর কোনো গাফিলতি ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এ ঘটনায় মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে ২টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এসব তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এই পর্যন্ত পাওয়া তথ্য থেকে বলতে পারি, দেশে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Domestic tourism heats up this winter

The local tourism industry was suffering from apprehension over the loss of business amid a long recession stemming from mass unrest, which began in July

1h ago