সচিবালয়ে প্রবেশে বার্ষিক ফি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সচিবালয়
বাংলাদেশ সচিবালয়। ফাইল ফটো

সচিবালয়ে সাধারণ নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে বার্ষিক ফি চালু করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

ব্যক্তির জন্য বার্ষিক ৫ হাজার টাকা এবং যানবাহনের জন্য বার্ষিক ১০ হাজার টাকা হারে প্রবেশ ফি চালু করার প্রস্তাব করেছে মন্ত্রণালয়।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

সচিবালয়ে প্রবেশের অনুমতি প্রাপ্তরা ছাড়া সরকারি কর্মকর্তাদের জন্য বার্ষিক ৩ হাজার টাকা ফি নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। 

এছাড়া চেয়ারম্যান ও মেয়রসহ স্থানীয় সরকারের প্রতিনিধিদের জন্য আড়াই হাজার টাকা ফি নির্ধারণের কথাও ভাবছে মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সচিবালয়ে প্রবেশ পথ ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়কে এ সংক্রান্ত একটি প্রস্তাব দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'যারা সচিবালয়ে প্রবেশ করবে তাদের একটা খরচ বহন করতে হবে কারণ এখানে আধুনিকায়নের কাজে বেশ অর্থের প্রয়োজন আছে।'

প্রস্তাবনা অনুযায়ী, একজনকে এক বছরের জন্য একটি কার্ড দেওয়া হবে।

মন্ত্রী বলেন, 'নিরাপত্তা ব্যবস্থাকে আপগ্রেড করতে এবং প্রবেশের জন্য একটি স্মার্ট সিস্টেম চালু করার একটি প্রস্তাব ছিল। এটি করার জন্য আমাদের কিছু অর্থের প্রয়োজন হবে।'

'এখানে ফিঙ্গারপ্রিন্ট ও চোখের রেটিনা স্ক্যানারের ব্যবস্থা থাকবে' যোগ করেন তিনি।

তবে বিষয়টির চূড়ান্ত অনুমোদন অর্থ মন্ত্রণালয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের জবাবের অপেক্ষা করছে বলে জানান মন্ত্রী আসাদুজ্জামান খান।

Comments