রিকশা চালানো ছেড়ে এখন তিনি ব্যাজ বিক্রেতা

নুর উদ্দিন। ছবি: স্টার

বিএনপির দলীয় লোগোখচিত ব্যাজ বিক্রি করতে সিলেটে এসেছেন ঢাকার রায়েরবাগ এলাকার ৬০ বছর বয়সী নুর উদ্দিন।

সর্বশেষ ফরিদপুরে বিএনপির সমাবেশে প্রায় ৮ হাজার টাকা আয় করেছেন নুর উদ্দিন। সিলেটে এর দ্বিগুণ আয় করার প্রত্যাশা তার।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের জন্য নির্ধারিত সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে এসেছেন নুর। সমাবেশস্থলের মূল প্রবেশপথের কাছে বিএনপির ব্যাজের পসরা সাজিয়ে বিক্রি করছেন তিনি।

দ্য ডেইলি স্টারকে তিনি জানান, তার বসবাস রাজধানী ঢাকায়। এখন এমন ব্যাজ বিক্রি করাই তার পেশা। দেশের বিভিন্ন প্রান্তে দলীয় প্রোগ্রামে ব্যাজ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।

বিএনপির খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের গণসমাবেশেও গিয়েছিলেন জানিয়েছে নুর উদ্দিন বলেন, 'গত ৪টি গণসমাবেশের প্রতিটিতে গড়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা বিক্রি করেছি। ফরিদপুরে প্রায় ৮ হাজার টাকা আয় করেছি। সিলেটে আয় দ্বিগুণ হবে।'

তিনি জানান, বিএনপি ও দলটির সব সহযোগী সংগঠনের ব্যাজ, পতাকা, স্টিকার তার কাছে রয়েছে।

'আগে রিকশা চালাতাম। কিন্তু রিকশা চালিয়ে রয আয় হয় তা দিয়ে ৫ জনের সংসার চলতো না। তাই ব্যাজ বিক্রি শুরু করি। এখন ভালোই আয় হচ্ছে', যোগ করেন তিনি।

 

Comments