রাঙ্গামাটিতে ১২৬ ফুট দীর্ঘ বুদ্ধমূর্তি উন্মোচন
রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় ১২৬ ফুট দীর্ঘ বুদ্ধমূর্তি উন্মোচন করা হয়েছে। উপজেলার সুবলং বনবিহারে আজ বুধবার মূর্তিটি উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে বিহারে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল থেকে অনুষ্ঠানে যোগ দিতে হাজারো মানুষ ট্রলারযোগে জুরাছড়িতে যাচ্ছেন।
অনুষ্ঠানের প্রথম দিন থাকছে আনন্দ শোভাযাত্রা। আগামীকাল থাকছে ধর্মীয় আচার। এ অনুষ্ঠানে অন্যান্য দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরাও অংশ নেবেন বলে জানা গেছে।
বিহার কর্তৃপক্ষ জানায়, পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্রদ্ধেয় বনভান্তের স্মৃতি স্মারক হিসেবে জুরাছড়ি উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীরা ও উপজেলার ভিক্ষুরা (বৌদ্ধ ধর্মীয় গুরু) ২০১২ সালে দেশের সর্ববৃহৎ সিংহশয্যা বুদ্ধমূর্তি নির্মাণের উদ্যোগ নেন।
২০১৬ সালে এর নির্মাণ শুরু হয় এবং কোনো সরকারি সহায়তা ছাড়াই প্রায় ৪ কোটি ব্যয়ে ২০২১ সালের শেষ দিকে মূর্তিটির নির্মাণকাজ শেষ হয়।
এর স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, প্রতিপদ দেওয়ান ও দয়াল চন্দ্র চাকমা এবং প্রকৌশলী ছিলেন তৃপ্তি শংকর চাকমা ও অঙ্কনের দায়িত্বে ছিলেন বিমলানন্দ স্থবির।
সুবলং বনবিহারের আয়তন প্রায় সাড়ে ১২ একর। বিহারে নির্মিত এ বুদ্ধমূর্তির নিরাপত্তায় বিহার ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
বুদ্ধমূর্তিটি বিহারে নির্মিত হলেও জনসাধারণের পরিদর্শনের জন্য এটি উন্মুক্ত থাকবে।
Comments