অধ্যাপক সুজিত সরকার আর নেই

অধ্যাপক সুজিত সরকার
অধ্যাপক সুজিত সরকার। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সুজিত সরকার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আজ মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

গতকাল সোমবার বিকেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়ানোর সময় অসুস্থ হয়ে পড়েন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক সুজিত সরকারের ছেলে অনুদীপ সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক সুজিত সরকার ১৯৭১ সালের সাহিত্য ও মুক্তিযুদ্ধের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন। এর মধ্যে 'নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস' রয়েছে।

তিনি ১৯৫৭ সালে নাটোরের সিংড়া উপজেলায় জন্ম নিয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৯৪ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।

শিক্ষক হওয়ার পাশাপাশি সুজিত সরকার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজশাহী নগর ইউনিটের সভাপতি ছিলেন।

তিনি রাজশাহীর মুক্তিযুদ্ধ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন।

তার মরদেহ রাজশাহীতে ফিরিয়ে আনা হবে।

অধ্যাপক সুজিত সরকারের মৃত্যুতে রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

10h ago