নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মী বরখাস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির ৫ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মো. জাহিদ হোসেনের সই করা এক চিঠিতে বলা হয়, বরখাস্তের আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বিমান জানায়, তাদের মোটর পরিবহন অপারেটর জাহাঙ্গীর আলম, মাহফুজ আলম ভূঁইয়া ও এনামুল হক এবং অফিস সহকারী আওলাদ হোসেন ও হারুন উর রশিদকে নিয়োগ চুক্তির ১২ ধারা লঙ্ঘনের জন্য বরখাস্ত করা হয়েছে।

এর আগে, প্রশ্নফাঁসের ঘটনায় গত শুক্রবার বিমানের ৫ জুনিয়র কর্মীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

Comments

The Daily Star  | English
Major Developments in 2024 | Default loans at banks in last 16 years

A rush to heal exposed banking wounds

In October, a video on social media showed the manager of Social Islami Bank’s Agargaon branch breaking down in tears after enduring harsh verbal abuse from frustrated customers seeking to withdraw cash.

13h ago