নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মী বরখাস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির ৫ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মো. জাহিদ হোসেনের সই করা এক চিঠিতে বলা হয়, বরখাস্তের আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বিমান জানায়, তাদের মোটর পরিবহন অপারেটর জাহাঙ্গীর আলম, মাহফুজ আলম ভূঁইয়া ও এনামুল হক এবং অফিস সহকারী আওলাদ হোসেন ও হারুন উর রশিদকে নিয়োগ চুক্তির ১২ ধারা লঙ্ঘনের জন্য বরখাস্ত করা হয়েছে।

এর আগে, প্রশ্নফাঁসের ঘটনায় গত শুক্রবার বিমানের ৫ জুনিয়র কর্মীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago