যুদ্ধের মতো পরিস্থিতি এখনো আসেনি: মিয়ানমার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ছবি

মিয়ানমার সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'সরকার যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই কাউকে ভয় করি না।'

সীমান্তে গত কয়েকদিন ধরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে সেনাবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করছে। সেই যুদ্ধের গোলাবারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে আসছে।'

'প্রধানমন্ত্রী দেশে নেই। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি,' যোগ করেন তিনি।

গোলাগুলির কারণে হতাহতের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, 'সেখানে কী ঘটছে, দেশের মানুষ তা নিয়ে আতঙ্কে আছে। সে কারণে আমরা বৈঠক করেছি।'

তিনি বলেন, 'বৈঠকের পর আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমাদের রাষ্ট্রীয় নীতি সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা কখনোই কোনো যুদ্ধকে উৎসাহিত করি না। যুদ্ধের মতো পরিস্থিতি এখনো আসেনি।'

এটা মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, 'তারা রোহিঙ্গাদের ঠেলে আমাদের দেশে পাঠায়, এছাড়া তাদের (মিয়ানমার) প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই।'

তিনি বলেন, 'সেনাবাহিনীসহ আমরা সবাই বলেছি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সবসময় প্রস্তুত। আমরা এগুলো নিয়ে চিন্তা করি না।'

'মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশের কোনো ভূমিকা নেই' উল্লেখ করে তিনি বলেন, 'আমরা জানি না কারা তাদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আমরা যা দেখছি তা হলো তারা নিজেরাই লড়াই করছে।'

 

Comments

The Daily Star  | English

Four die in bike collision at Jajira end of Padma Bridge

Four people died in a head-on collision between two motorcycles near the Padma Bridge's South Toll Plaza area in Jajira upazila of Shariatpur yesterday night

2h ago