খাসিয়াদের দেড় শতাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ছবি: স্টার

মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া পুঞ্জির একটি পানজুমে ১৫০টি পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

গত শনিবার রাতে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের মুরইছড়া পুঞ্জির মিথিল্ডা তালাং (৫১), মিন তালাং (৬০) ও নেরিশ তালাং (৫৩)-এর জুম থেকে পানগাছগুলো কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন তারা। 

জুম মালিক মিথিল্ডা তালাং দ্য ডেইলি স্টারকে বলেন, 'কে বা কারা এই কাজ করেছে জানি না। তবে, যে বা যারা এই কাজ করেছে তারা নিশ্চিত জানে, খাসিয়াদের শেষ করার সহজ কৌশল হলো পান গাছ কেটে ফেলা। খাসিয়ারা রোববার পান জুমে কাজ করে না এটা জেনেই শনিবার রাতে জুমের গাছগুলো কেটে দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আমরা নিরীহ মানুষ। পান চাষ করে সংসার চালাই। একটা গাছ ৪ বছর যত্ন করার পর পান পাওয়া যায়। অথচ দায়ের এক কোপে ৪ বছরের পরিশ্রম ও খরচ সব শেষ হয়ে যায়। খুব ভয়ে আছি। পান গাছ আমাদের একমাত্র আয়ের উৎস।'

ছবি: স্টার

পানচাষি মিন তালাং দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েক বছর যত্নের পর গাছগুলো পান দেওয়া শুরু করেছিল। জানি না কীভাবে লোনের টাকা পরিশোধ করব?'

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের হয়রানির শেষ নেই। কে দেবে আমাদের জীবিকার নিরাপত্তা? এ উত্তর আমার জানা নেই। কেন খাসিয়া আদিবাসীদের জীবিকা বারবার হামলার শিকার হবে? দুষ্কৃতিকারীদের বিচার হবে কি না সন্দেহ।'

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক দ্য ডেইলি স্টারকে জানান, জুমের পান চাষিরা জানিয়েছে কে বা কারা তাদের পানগাছ কেটেছে। পুলিশ আজ পরিদর্শন করবে। পরে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago