প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি

ছবি: সংগৃহীত

ভারতের প্রয়াত প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

প্রধানমন্ত্রীর ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে দক্ষিণ-পশ্চিম দিল্লিতে সর্দার প্যাটেল মার্গের আইটিসি মৌর্য শেরাটন হোটেলে শেখ হাসিনার স্যুটে তাদের সাক্ষাৎ হয়।

শর্মিষ্ঠা মুখার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু সময় কাটান সেখানে।  

এরপর শর্মিষ্ঠা মুখার্জি টুইটারে লিখেন, 'বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। ২ পরিবারের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। তিনি (শেখ হাসিনা) সবসময় বলতেন, আমার বাবা তার পরিবারের একজন অভিভাবকের মতো ছিলেন। এখন বাবার অনুপস্থিতিতে তিনিই আমার জন্য সেরকম। ঈশ্বর তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।'

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

38m ago