বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকারের প্রয়াণ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম মারা গেছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শওকত আলী সরকারের ভাতিজা এনামুল হক সরকার ও চিলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।
মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
শওকত আলী সরকার চিলমারী উপজেলা পরিষদের ৫ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ২ দফায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি স্বাধীনতার পর থেকে চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শওকত আলী সরকার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী গ্রামের মৃত ইজাব আলী সরকার ও শরিভুজ নেছার সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭১ সালে কলেজ শিক্ষার্থী ছিলেন শওকত আলী সরকার। মুক্তিযুদ্ধ শুরু হলে ১১ নম্বর সেক্টরের মানকারচর সাবসেক্টরে যোগ দেন তিনি। একাধিক সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া এই বীর মুক্তিযোদ্ধা উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকায় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে সাহসী ও গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন।
পরিবারের সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় শওকত আলী সরকারের মরদেহ চিলমারী উপজেলা স্কুল এন্ড কলেজ মাঠে আনা হবে। এখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।
Comments