দৈনিক ৩০০ টাকা মজুরি দাবিতে চা-শ্রমিকদের সড়ক অবরোধ
দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে চলা ধর্মঘটের অষ্টম দিনে সিলেট-মৌলভীবাজার মহাসড়ক ও মৌলভীবাজার-বড়লেখা সড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকরা।
প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক আজ শনিবার দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করেন।
চা-শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজী দ্য ডেইলি স্টারকে বলেন, '৩০০ টাকা মজুরির দাবিতে সারা দেশে অষ্টম দিনের মতো আমাদের কর্মসূচি চলছে।'
করিমপুর, মাথিউড়া, রাজনগর ও ইটাছড়া বা বাগানের শ্রমিকরা কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানান, বিপ্লব মাদ্রাজী।
কর্মসূচিতে অংশ নেওয়া কালোমতি রায় আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল থেকে এক কাপ লাল চা ও রুটি খেয়ে আন্দোলনে আছি। ১২০টা মজুরিতে কাজ করে প্রতিদিন আমাদের এভাবেই চলতে হয়।'
চা শ্রমিক ইউনিয়ন দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে ২ ঘণ্টা করে ৪ দিনের কর্মবিরতি শুরু করে। এরপর গত শনিবার থেকে দেশের ১৬৭ চা-বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। বাগানে বাগানে মিছিল, সমাবেশ, পথসভা ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করছে।
Comments