ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে চট্টগ্রামে গণপরিবহন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে চট্টগ্রাম মহানগরীতে আজ শনিবার সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভাড়া পুননির্ধারণের দাবিতে চট্টগ্রাম মহানগরীতে আজ শনিবার সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। ছবি: রাজীব রায়হান/স্টার

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে চট্টগ্রাম মহানগরীতে আজ শনিবার সকাল থেকে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

ঘোষণা অনুযায়ী, চট্টগ্রাম নগরীতে তেলচালিত কোনো গণপরিবহন পরিবহন চলাচল করছে না। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

গ্যাসচালিত হাতেগোনা কয়েকটি গণপরিবহন চলাচল করলেও সেগুলোর বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা।

নগরীর আগ্রাবাদ, দেওয়ানহাট, লালখানবাজার, জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, ষোলশহর ২ নম্বর গেটসহ বিভিন্ন মোড়ে যানবাহনের জন্য অপেক্ষারত যাত্রীদের ভিড় দেখা গেছে।

ছবি: রাজিব রায়হান

দেওয়ানহাট থেকে ইপিজেড যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন একটি পোশাক কারখানার কর্মকর্তা জামিল হোসেন। তিনি বলেন, 'গাড়ি বন্ধ, চাকরি তো খোলা। যে কোনো উপায়ে অফিস যেতে হবে। কিন্তু গাড়ি পাচ্ছি না।'

সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন বলেন, 'জ্বালানির দাম বেড়েছে। এই অবস্থায় আগের ভাড়ায় গাড়ি চালালে পরিবহন মালিকরা লোকসান গুনবে। টাকা সব পেট্রোল পাম্পওয়ালাদের দিয়ে আসতে হবে। তাই ভাড়া পুননির্ধারণের দাবিতে আমরা গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছি।'

 

Comments

The Daily Star  | English

4 death row convicts break out of Bogura jail, arrested hours later

Four death row convicts were arrested this morning after they escaped from Bogura District Jail late last night, police said

37m ago