উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে ব্যবস্থা: ইসি রাশেদা সুলতানা

রাশেদা সুলতানা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি: এস দিলীপ রায়

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের বিরুদ্ধে কোনো দলীয় প্রভাব খাটানোর তথ্য-প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, 'সংসদ সদস্যরা এলাকায় অবস্থান করতে পারবেন এবং ভোট দিতে পারবেন। কিন্তু কোনো নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারবেন না। এমপি-মন্ত্রীদের জনসভার একই মঞ্চে উপজেলা নির্বাচনের কোনো প্রার্থী উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'কোনো প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা দেখবেন এবং আইনগত ব্যবস্থা নেবেন।'

ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারণাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

57m ago