প্রতীক পেলেন ঢাকার ১৫ আসনের প্রার্থীরা

ছবি: স্টার

ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ মুন্না ও ঢাকা-১০ আসনের চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ রিটার্নিং অফিসার, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের কাছ থেকে প্রতীক নিয়ে যান।

আজ ঢাকা-৪ ও ঢাকা-১৮ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

ঢাকা-৪ আসনে প্রার্থী রয়েছেন নয় জন। তাদের মধ্যে দুইজন স্বতন্ত্র প্রার্থী হলেন: আওলাদ হোসেন (ট্রাক) ও ঈগল প্রতীক পাওয়া মনির হোসেন স্বপন।

ঢাকা-৫ আসনে ১২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুই স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক) ও কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়।

ঢাকার ৬, ৭, ৮, ৯ বা ১০ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। ফলে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ মুন্না বলেন, 'নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এলাকার উন্নয়নের জন্য বিগত সংসদ সদস্যরা যা করতে হয়েছে তা করেছেন। কিছু বাকি থাকলে তা পূরণ করব।'

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফেরদৌস আহমেদ বলেন, 'আমরা নির্বাচনে ভোটের আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago