সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকলে সরে দাঁড়াব: বিএনএম চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর বলেছেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে—এমন আশ্বাসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এরপরে যদি দেখি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, নির্বাচনের পরিবেশ নেই, তাহলে বিএনএম নির্বাচন থেকে সরে দাঁড়াবে।'
আজ শনিবার বিকেল ৩টার দিকে ফরিদপুরের মধুখালীতে এক বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমরা নিশ্চিত হয়েছি যে নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ মো. আবু জাফর বলেন, 'আমি বিএনপি থেকে কোনো দলে যোগদান করিনি। আমি দল গঠন করে নির্বাচনে এসেছি।'
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, 'তারা বিদেশিদের ওপর ভর করে সরকার পতন করতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছে। তারা নামমাত্র আন্দোলন করে নিজেদের ক্ষতি করছে।'
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, 'আমি ভেবেছিলাম রাজনীতি ছেড়ে দেবো। কারণ, বিএনপিতে আমার খুব মর্যাদাকর অবস্থা ছিল না। ওয়ার্কিং কমিটিতে নিম্নস্তরের একজন মেম্বার ছিলাম। আমি বেগম জিয়াকে বলেছিলাম, আমাকে মর্যাদা দিয়ে রাজনীতি করার সুযোগ দিন, আমাকে ভাইস চেয়ারম্যান করেন।'
তিনি বলেন, 'বিএনপির ৮৫ শতাংশ লোক আমার সঙ্গে আছে। তারা নিরবে আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।'
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, 'তিনি যে পারসেন্টেজের কথা বলেছেন তা সঠিক নয়। তবে বিএনপির একটা অংশ তার পক্ষে কাজ করছে।'
Comments