আ.লীগের শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিলই থাকছে

পংকজ নাথের বিরুদ্ধে করা আপিলও খারিজ
শাম্মী আহম্মেদ
শাম্মী আহম্মেদ। ছবি: সংগৃহীত

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদের করা দুটি আপিল আবেদনই নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এতে শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল বহাল থাকল।

একই আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের প্রার্থিতা বহাল থাকছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেয় কমিশন।

শাম্মী আহম্মেদের করা দুটি আবেদনের একটি ছিল প্রার্থিতা ফিরে পাওয়ার। দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

অপর আবেদনটি হলো আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। পংকজ নাথ হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছেন শাম্মী আহম্মেদ।

তার এই দুটি আবেদনই নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

Comments

The Daily Star  | English

Dhaka getting hotter

Dhaka is now one of the fastest-warming cities in the world, as it has seen a staggering 97 percent rise in the number of days with temperature above 35 degrees Celsius over the last three decades.

9h ago