ঝিনাইদহ-৪

১০ বছরে এমপি আনারের নগদ টাকা বেড়েছে ২২২ গুণ

আনোয়ারুল আজীম আনার। ছবি: সংগৃহীত

গত ১০ বছরে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুল আজীম আনারের নগদ টাকা বেড়েছে ২২২ গুণ।

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

আয়ের উৎস

বর্তমানে আনোয়ারুল আজীম আনারের বার্ষিক আয় ৩৮ লাখ ৯২ হাজার ৭১৮ টাকা এবং তার ওপর নির্ভরশীলদের আয় ২৪ লাখ ৫৪ হাজার ৫৩ টাকা।

১০ বছর আগের হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা এবং তার ওপর নির্ভরশীলদের ব্যবসা থেকে আয় ছিল ২ লাখ ৭০ হাজার।

কৃষি থেকে আনার বার্ষিক আয় দেখিয়েছেন ১ লাখ ৯৫ হাজার টাকা। ১০ বছর আগে যা ছিল ২৪ হাজার টাকা।

ব্যবসা থেকে তার আয় ১৩ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকা। ১০ বছর আগে এ খাত থেকে তার আয় ছিল ১ লাখ টাকা।

অন্যান্য ও সংসদ সদস্য হিসেবে ভাতাদি বাবদ আয় দেখিয়েছেন ২৩ লাখ ৭৮ হাজার ৭০ টাকা। ১০ বছর আগে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে পেয়েছেন ২ লাখ ৪৬ হাজার।

অস্থাবর সম্পদ

বর্তমানে আনোয়ারুল আজীম আনারের নগদ ১ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৮১৮ টাকা রয়েছে এবং তার স্ত্রীর রয়েছে ২০ লাখ ১০ হাজার টাকা।

১০ বছর আগের হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ ছিল ৬২ হাজার ৫৮০ টাকা এবং স্ত্রীর নামে ছিল ৯৭ হাজার ৫০০ টাকা।

সে হিসাবে গত ১০ বছরে তার নগদ টাকা বেড়েছে প্রায় ২২২ গুণ।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আনোয়ারুল আজীম আনারের রয়েছে ১ কোটি ৮ লাখ টাকা এবং স্ত্রীর রয়েছে ১৯ লাখ ৯২ হাজার ১১৯ টাকা।

১০ বছর আগে এই সংসদ সদস্যের ব্যাংকে কোনো টাকা না থাকলেও স্ত্রীর ছিল ১৬ লাখ টাকা।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার স্থায়ী আমানতে বিনিয়োগ ও ট্রাক না থাকলেও বর্তমানে ৪টি ট্রাক রয়েছে এবং ১ লাখ ১৪ হাজার ৩৫০ টাকা জীবন বীমার কিস্তি হিসেবে প্রদান করেছেন।

স্থাবর সম্পদ

বর্তমানে এমপি আনোয়ারুল আজীম আনারের নিজ নামে কৃষি জমির পরিমাণ ৩৩ বিঘা এবং স্ত্রীর নামে ২৪.৫০ শতক জমি রয়েছে।

১০ বছর আগে তার নিজ নামে কৃষি জমির পরিমাণ ছিল ১০ বিঘা এবং স্ত্রীর নামে কোনো জমি ছিল না।

পৈত্রিক সূত্রসহ আনারের অকৃষি জমি রয়েছে ১২৯.৩৪ শতক এবং স্ত্রীর নামে রয়েছে ১৭৯.০২ শতক। এ ছাড়া, তার একটি ৪তলা বাড়ি রয়েছে।

১০ বছর আগে তার নামে ছিল কেবল ৫৯.৫ শতক জমি।

 

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

2h ago