নির্বাচনী আইন ও সহিংসতা নিয়ে জানতে চেয়েছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল: অ্যাটর্নি জেনারেল

পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন আইন ও নির্বাচনের সময় বিচার বিভাগের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে।
কমনওয়েলথের লোগো। ছবি: সংগৃহীত

কমনওয়েলথের চার সদস্যের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বৈঠকে পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন আইন ও নির্বাচনের সময় বিচার বিভাগের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন এ কথা জানান।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, 'কমনওয়েলথ পর্যবেক্ষক দল দেশের নির্বাচনী আইন, নির্বাচন নিয়ে কী কী সমস্যা হয়, কীভাবে সহিংসতা মোকাবিলা করা হয় তা জানতে চেয়েছে।'

এছাড়া, নির্বাচনের সময় বিদেশি পর্যবেক্ষকরা কীভাবে বাংলাদেশে আসে সে সম্পর্কেও জানতে চেয়েছে বলে জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, 'আমি তাদের এসব সম্পর্কে বলেছি। নির্বাচনের সময় বিভিন্ন টিম কাজ করে এবং তাদের অভিযোগ থাকলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।'

'আমি তাদের বলেছি যে বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশে আসতে এবং গণপ্রতিনিধিত্ব আদেশের অধীনে নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়া হয়েছে,' যোগ করেন তিনি।

২০০১ সালের জাতীয় নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও পর্যবেক্ষকদের জানান অ্যাটর্নি জেনারেল।

Comments