রাজশাহী সিটি নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন লিটন
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে আজ রোববার লিটনের পক্ষে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লিটনকে এবারের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার দল মনোনীত করে।
নির্বাচনের তফসিল অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা ২৪ এপ্রিল থেকে ২১ মে এর মধ্যে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ভোট হবে আগামী ২১ জুন।
বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না।
এর আগে ইসলামী আন্দোলনের রাজশাহী মহানগর শাখার সহসভাপতি মুর্শিদ আলম ফারুকী ও জাতীয় পার্টির মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা জানালেও তারা এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল সাংবাদিকদের বলেন, এরই মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমর্থন পেয়েছেন লিটন।
রাজশাহী নগর ভবনে লিটন সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছেন।
তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের ২১ মে এর মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে এবং ২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।
Comments