চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন ২৭ এপ্রিল
বোয়ালখালী-চান্দগাঁও নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৭ এপ্রিল।
আজ বুধবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশনারদের বৈঠকের পর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, 'মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ এপ্রিল।'
ইভিএম ব্যবহার করে চট্টগ্রাম-৮ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুর পর চট্টগ্রাম-৮ আসন শূন্য ঘোষণা করা হয়।
Comments