চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ উপনির্বাচন: ১২ জনের মনোনয়নপত্র দাখিল

চাঁপাইনবাবগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। এ পর্যন্ত ২ আসনে ৬ জন করে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ), সামিউল হক লিটন (স্বতন্ত্র), মনিরুজ্জামান মনির (জাসদ), মোস্তাফিজুর রহমান মুকুল (জাতীয় পার্টি), তাহরিমা (স্বতন্ত্র), কামরুজ্জামান খান (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ) তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

 এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁন এই তথ্য নিশ্চিত করেছেন।

অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান (আওয়ামী লীগ), মোহাম্মদ আলী সরকার (স্বতন্ত্র), মু. খুরশিদ আলম বাচ্চু (স্বতন্ত্র), মো. নবীউল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ), মোহাম্মদ আব্দুর রাজ্জাক (জাতীয় পার্টি) ও গোলাম মোস্তফা (জাকের পাটি) তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংসদীয় আসন ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হানুরুর রশীদ হারুন ও ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) থেকে বিএনপির অপর সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন ২টি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ ৫ জানুয়ারি, বাছাই করা হবে ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে।

Comments

The Daily Star  | English

Climate finance: COP29 draft proposes $250b a year

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

2h ago