যশোর ১: প্রকাশ্যে নৌকায় সিল, নির্বাচন বর্জনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যশোর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যশোর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। ছবি: সংগৃহীত

যশোর ১ (শার্শা) আসনে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে এমন অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন সতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।

৫৫ কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং তার সমর্থকদের ওপর বোমা হামলা, গুলি ও ছুরিকাঘাত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ রোববার দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ আনেন এবং নির্বাচন বর্জনের ঘোষনা দেন।

তিনি জানান, বিভিন্ন স্থানে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার সমর্থকদের ৩০ জন আহত হয়েছেন।

ভোটগ্রহণ পরিস্থিতি

এই আসনের বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

নৌকা সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা গুলিয়ে চালিয়ে চার জনকে আহত করেছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান আকতার বলেন। 'নিরবে ভোট গ্রহন চলছে। তবে ভোটারের উপস্থিতি কম।'

যশোর জেলা পুলিশের অতিরিক্ত সুপার বেলাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।'

যশোর ১ আসনে ১০২ ভোট কেন্দ্রের ৬৬১ ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭ ও মহিলা কক্ষ ৩৪৪।

এ আসনে ভোটারের সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ৬৯২। পুরুষ ভোটার এক লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার এক লাখ ৪৭ হাজার ১১৪ জন।

হিজড়া ভোটারের সংখ্যা দুই।

 

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

6h ago