কক্সবাজার ১: ভোটকেন্দ্র ফাঁকা

সকাল ১০টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, অল্প কয়েকজন নারী ভোটার ছাড়া পুরো কেন্দ্রই ফাঁকা। ছবি: স্টার

কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের দুটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।

সকাল ১০টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, অল্প কয়েকজন নারী ভোটার ছাড়া পুরো কেন্দ্রই ফাঁকা।

দু-একজন ভোটার মাঝেমধ্যে আসছেন। দ্রুত ভোট প্রয়োগ করে দ্রুত চলে যাচ্ছেন। একপ্রকার অলস সময় পার করছেন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পোলিং এজেন্টরা।

কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মো. আল আমিন বিশ্বাস জানিয়েছেন, শীতের কারণে সকালে হয়তো ভোটার উপস্থিতি কম রয়েছে।  

সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ৪টি বুথে মোট ভোট পড়েছে ৮৮টি। কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ২০৬৯।

পার্শ্ববর্তী আরেকটি কেন্দ্র চকরিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ও একই দৃশ্য দেখা গেছে। এই ভোটকেন্দ্রে ৩৭৪১ ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ২৭৯ টি ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. আরিফ উদ্দিন।

Comments

The Daily Star  | English

Hasina’s final days before the fall

A desire to cling to power, intolerance for dissent and failure to see the writing on the wall were what eventually unravel Sheikh Hasina’s iron-fisted rule of 15 years.

6h ago