নতুন ধরনের প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে: বাম জোট

নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘এই প্রহসনের নির্বাচনে অংশ নিয়ে সরকারের নির্লজ্জ প্রহসনের কলঙ্কের ভাগিদার হওয়া থেকে বিরত থাকুন।’
বাম জোট
ছবি: সংগৃহীত

বাম গণতান্ত্রিক জোট বলেছে, সরকার রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে সবার অংশগ্রহণে নির্বাচনের পথে না হেঁটে একতরফা নির্বাচনের পথে হাঁটছে। এই নির্বাচন ২০১৪ ও ২০১৮ এর ধারায় নতুন ধরনের প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তন অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে নেতারা এ কথা বলেন।

নেতারা আরও বলেন, 'আমি, ডামি, স্বতন্ত্র, সরকারের আনুকূল্যের বিভিন্ন দলের প্রার্থীরা জিততে ও সরকারের পক্ষ থেকে কিছু কিছু প্রার্থীদের বিজয়ী করতে সরকার, প্রশাসন ও বিভিন্ন সরকারি সংস্থার প্রকাশ্য নির্লজ্জ ভূমিকা নির্বাচন সম্পর্কে মানুষের মনে নতুন নতুন কৌতুকের সৃষ্টি করে চলেছে। নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটি এখন আর আলোচ্য বিষয় নয়। এক ব্যক্তি, একই জায়গায় থেকে নিজদল, স্বতন্ত্র, ১৪ দলের শরীক দল, মিত্র দল, জাতীয় পার্টির প্রার্থী সবাইকে মনোনয়ন দিচ্ছে। ফলে এখন আলোচ্য বিষয় হলো কাদের করা হবে বিরোধী দল।'

'এই প্রহসনের একদলীয় আমি আর ডামির নির্বাচনকে সামনে রেখে সংঘাত-সংঘর্ষ, দমন-পীড়ন যেভাবে ছড়িয়ে পড়ছে, তা জনমনে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ৭ জানুয়ারির পর রাজনৈতিক-অর্থনৈতিক সংকট যে গভীর খাদে নিমজ্জিত হবে তা মোকাবিলা করা দু:সাধ্য হয়ে পড়বে বলে অর্থনীতিবিদসহ বিশেষেজ্ঞরা মত দিচ্ছেন। বিদেশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা আরও বাড়বে, যা দেশকে আরও বিপর্যয়ের মধ্যে ফেলবে', যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এ অবস্থার উত্তরণে ৭ জানুয়ারি একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সংবিধানেই যে সুযোগ রয়েছে সে অনুযায়ী বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, 'এই প্রহসনের নির্বাচনে অংশ নিয়ে সরকারের নির্লজ্জ প্রহসনের কলঙ্কের ভাগিদার হওয়া থেকে বিরত থাকুন। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেবেন না। সময় থাকতে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করুন।'

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, 'গণদাবি ও জনমত উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের যে নির্বাচন ৭ জানুয়ারি ২০২৪ সংগঠিত করতে যাচ্ছে, ওই নির্বাচন নিজে বর্জন করুন, অন্যকেও বর্জন করতে বলুন। এই নির্বাচন বর্জনের মাধ্যমে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে আসুন।'

সংবাদ সম্মেলন থেকে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, 'মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান আমাদের মতপ্রকাশের স্বাধীনতা সংরক্ষণ করে। তাই নির্বাচনকে ঘিরে বিরোধী মত দমনের পথ থেকে সরে আসুন। দমন-পীড়ন, সংঘাত বন্ধ করুন। দল-মত-নির্বিশেষে সবার মত প্রকাশ ও সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করতে দয়িত্ব পালন করুন।'

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নেতারা বলেন, সরকার গণদাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন সম্পন্ন করলে ৭ তারিখের পরও আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

50m ago