মানুষ ভোটকেন্দ্রে গিয়ে বিশ্বকে দেখিয়ে দেবে, তারা দেশকে কতটা ভালবাসে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জনগণের অংশগ্রহণ ছাড়াই ভোট করেছিলেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। 

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন। 

আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। 

সভায় মন্ত্রী আনিসুল হক বলেন, 'খালেদা জিয়ার নির্বাচনে জনগণের অংশীদারত্ব ছিল না বলে দেড় মাসের মধ্যে তাকে পদত্যাগ করতে হয়েছিল। তারা ভোট না দিয়ে পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে বলে এখন ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছে।'

আইনমন্ত্রী বলেন, 'আমরা দেখেছি ১৯৭৯ সালে ব্যালট বাক্স ভর্তি ভোট, ১৯৮৬ সালে, ১৯৮৮ সালেও আমরা দেখেছি। ওইরকম ব্যালট বাক্স ভর্তি করা ভোট এরশাদ ও জিয়াউর রহমানের সময়ে হয়েছিল। সেসময় এখন নেই। সংবিধান অনুযায়ী দেশের মানুষ সব ক্ষমতার উৎস। গণতান্ত্রিক ধারায় ভোটাধিকারের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে।'

মন্ত্রী আরও বলেন, 'আগামী ৭ জানুয়ারি দেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দেবে তারা দেশকে কতটা ভালোবাসে।'

পরে তিনি উপস্থিত সবার কাছে নৌকা প্রতীকে ভোট চান।

আখাউড়া উত্তর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান নান্নু সভায় সভাপতিত্ব করেন।

Comments

The Daily Star  | English

ACC to investigate irregularities in 11th National Election

A five-member team has been formed to investigate these allegations

32m ago