নৌকার জন্য রক্ত দিয়েছি, নৌকার আসল মালিক আমরা: নিক্সন

ফরিদপুরের ভাঙ্গায় উঠোন বৈঠকে ভাষণ দেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন তার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর উদ্দেশে বলেছেন, 'নৌকার আসল মালিক আমরা। আমরা নৌকার জন্য রক্ত দিছি। আমরা নৌকার জন্য ঢাকার রাজপথে এখনও লড়াই করি। আর আপনি এসি রুমে বইসা কম্বল মুড়ি দিয়া শুইয়া থাকেন। আপনি ভণ্ডামি করেন, বাজে বাজে কথা বলেন মঞ্চে।'

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে খামিনারবাদ গ্রামে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক উঠোন বৈঠকে এসব কথা বলেন তিনি।

নিক্সন বলেন, 'আমার বিপক্ষে যিনি নির্বাচন করছেন কালকে উনার বক্তব্যে শুনলাম এসপিকে নিয়ে উনার সমস্যা, এসপি ওনার কথা শোনে না। এসপি আসলে ওনার কথা শোনার লোক না। এসপি সাহেব দীপক মজুমদার (জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক) না রাজা (ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রাজা) না, মিরন (ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন) না। তিনি একজন পুলিশ সুপার, তার দায়িত্ব একটা সুষ্ঠু নির্বাচন করা।'

নিক্সন বলেন, 'পুলিশ আসলে ওনার কথা শোনার জন্য না। পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা করবে পাশাপাশি সুস্থ একটা নির্বাচনের জন্য যা যা করার দরকার করবে। আপনি (কাজী জাফর উল্যাহ) আগের থেকেই ফলাফল বুঝতে পেরে এখন বলছেন এসপির দোষ, ওসির দোষ, প্রশাসনের দোষ। আপনি বাহানা শুরু করছেন। চাচা কয়দিন পর বলবে নিক্সন সব ভোট কেটে নিয়ে গেছে। উনি এখন দোষ চাপানোর লোক খুঁজতেছে।'

কাজী জাফর উল্যাহকে উদ্দেশ্য করে নিক্সন আরও বলেন, 'দোষ আসলে কারোই না, দোষ আপনার। আপনি হারামের টাকার রাজা। আর আপনি আমার মত বাচ্চা ছেলেরে কন আমার হারামের টাকা। আপনার ৭৮ বছর বয়স, আপনি আইছেন নৌকা নিয়া। নৌকার আসল মালিক আমরা। আমরা নৌকার জন্য রক্ত দিছি। আমরা নৌকার জন্য ঢাকার রাজপথে এখনও লড়াই করি। আর আপনি এসিরুমে বইসা কম্বল মুড়ি দিয়া শুইয়া থাকেন। আপনি ভণ্ডামি করেন, বাজে বাজে কথা বলেন মঞ্চে। ভাবেন এতে ভোট বাড়তেছে।'

উপস্থিত জনতাদের উদ্দেশে নিক্সন বলেন, 'আপনারা গত দুই নির্বাচনে ভোট দিছেন না? ভোট কাটাকাটি হইছে? ওনার সাক্ষাৎকার দেখলাম আমি নাকি আগেই ভোট কাইটা বাক্স ভইরা রাখছিলাম।'

প্রসঙ্গত, গত রোববার সদরপুর স্টেডিয়ামে এক নির্বাচনী সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজী জাফর উল্যাহ বলেন, এসপি চায় না যে সদরপুর, ভাঙ্গা, সদরে (ফরিদপুর-৩) ও ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে নৌকা জিতুক। সে (এসপি) লাইন করছে সব স্বতন্ত্রদের সাথে। ফরিদপুরের চার স্বতন্ত্রই অনেক ধনী।

'টাকা আছে যেখানে, প্রশাসন-এসপি আছে সেখানে'-মন্তব্য করে কাজী জাফর উল্যাহ বলেন, যুদ্ধ করে আমরা মাঠে আছি।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

4h ago