‘নৌকায় ভোট দিতে হবে, নয়তো পানি-বিদ্যুৎ-গ্যাস থাকবে না’

নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। ছবি: ভিডিও থেকে নেওয়া

'নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না।'

ভোটারদের এমন হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। 

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

পরে সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আসনটিতে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার।

আজ রোববার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তৈমুর আলম বলেন, 'রূপগঞ্জে ছাত্রলীগের এক নেতা বলেছেন, যারা নৌকায় ভোট না দেবে তাদের বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ কেটে দেবে। এ বিষয়ে আমি জানালে রিটার্নিং অফিসার, এসপি ও প্রশাসনের লোকেরা আমাকে আশ্বস্ত করেছেন যে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

স্থানীয়রা জানান, ঋষিপাড়ার একটি মন্দিরের সামনে উঠান বৈঠকের আয়োজন করা হয়। সেখানে প্রায় ছয় মিনিটের মতো বক্তব্য রাখেন শেখ ছাত্রলীগ নেতা শেখ ফরিদ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে শেখ ফরিদকে বলতে শোনা যায়, 'এখানকার (ঋষিপাড়া) মা-খালারা জানেন, আজ থেকে ১০ বছর আগেও কিন্তু এত সুন্দর মন্দির ছিল না। উপজেলার সবচেয়ে পুরোনো মন্দির কালীবাড়ি মন্দির। সেই মন্দির থেকেও ঋষিপাড়ার মন্দিরটি সুন্দর। গোলাম দন্তগীর সবসময় আপনাদের পাশে আছেন। আপনাদের বয়স্ক ভাতা দিচ্ছেন, পানি দিচ্ছে, গ্যাস দিচ্ছে। সবদিকের গ্যাস কিন্তু কাইটা দিছে, একমাত্র মুড়াপাড়ার গ্যাসে কেউ হাত দিতে পারে নাই। এটা কিন্তু মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অবদান।'

গোলাম দস্তগীর গাজীর পক্ষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, 'অনেকেই আওয়ামী লীগ করি বলতে পারে কিন্তু নেত্রী শেখ হাসিনার মার্কা হলো নৌকা। তিনি রূপগঞ্জে গাজী সাহেবকেই নৌকার দায়িত্ব দিছেন। আপনাদের আইসা কেউ যদি ভুলভাল বলে, আপনারা কিন্তু কোন ভুল করবেন না। আপনাদের যে মূল্যবান ভোট, আপনাদের যে আমানত এটা কিন্তু গাজী সাহেবকেই দিতে হবে। নৌকা মার্কায়ই আপনাদের ভোট দিতে হবে। এটা মনে রাইখেন। নয়তো এই যে আপনাগো পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে এইগুলা কিন্তু কিচ্ছু থাকব না। এইগুলা কিচ্ছু থাকব না।'

নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। তার নাম উল্লেখ করে ছাত্রলীগ নেতা বলেন, 'শাহজাহান চেয়ারম্যান গত ১৫ বছরে আপনাদের কাছে কয়বার আসছে? আমি দেখি নাই। গাজী সাহেব প্রতিবছর মন্দিরে আসেন। তিনি না আসতে পারলে তার পরিবারের কাউকে না কাউকে পাঠান। যে মানুষ সবসময় আপনাদের সুখ-দুঃখে আছে, তাকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন।'

তবে ছাত্রলীগ নেতা শেখ ফরিদের দাবি, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'অতীতে অনেকেই রূপগঞ্জের ক্ষমতায় ছিলেন। কিন্তু কেউ এই ঋষিপাড়ার মানুষকে মূল্যায়ন করেননি। গোলাম দস্তগীর গাজী তাদের গ্যাস, বিদ্যুৎ, পানির ব্যবস্থা করেছেন। তাদের মন্দির করে দিয়েছেন। তিনি নির্বাচিত না হলে আবারও ঋষিপাড়ার মানুষ অবহেলিত হবেন। তাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা সৃষ্টি হবে। বক্তব্যে আমি সে কথাই বলেছি। বিপক্ষের প্রার্থীরা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করছেন।'
 

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago