বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে, অন্য প্রার্থীদের সঙ্গে খেলা হবে: কাদের

বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে, অন্য প্রার্থীদের সঙ্গে খেলা হবে: কাদের
আওয়ামী লীগ সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগ সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফাউল করে বিএনপি লাল কার্ড খেয়েছে। এখন ফাইনাল খেলা ৭ তারিখে থাকতে পারবে না। তাহলে কী হবে? আরও এক হাজার ৮৯৬ জন প্রার্থী আছে, তাদের সঙ্গে খেলা হবে।

আজ শনিবার দুপুরে নোয়াখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে বঙ্গবন্ধুর পর এত জনপ্রিয়, এত সৎ নেতা আর একজনও হয়নি মন্তব্য করে কাদের বলেন, 'বাংলাদেশে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো পরিশ্রম আর কোনো নেতা করেনি। তার মতো সততা নিয়ে কাজ করেনি। করলে দেশ আরও এগিয়ে যেত। সবাই লুটপাট করে খেয়েছে। বিএনপি এসে লুট করে গেছে। বিএনপি এসে হাওয়া ভবন, লুটপাটের ভবন করে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।'

তিনি বলেন, 'তারেক রহমান বসে আছে লন্ডনে, সে আর দেশে আসে না। সাহস থাকলে আসো। মোকাবিলা হবে রাজপথে। খেলা তো হবে। দুর্নীতিবাজ লুটেরাদের সঙ্গে খেলা হবে।'

ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'যদি মনে করে কাদের ভাই, (ভোটকেন্দ্রে) না গেলে কী হবে! আপনি তো জিতেই গেছেন, সেটা হবে না—কেন্দ্রে যেতে হবে।'

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'দেখেন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। মায়ের কোলে শিশু, আগুন দিয়ে পুড়িয়ে মারছে। বাসের হেলপার গাড়িতে ঘুমিয়ে আছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। যেভাবে গাজায় ইসরায়েল গণহত্যা করছে, এদের গণহত্যা সে রকম। কাজেই এরা জাতির শত্রু। এদের প্রতিহত করতে হবে।'

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

10h ago