মসজিদে শিশুর মরদেহ, ইমাম-মুয়াজ্জিন রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদ থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় আটক দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন, ওই মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলাম।
আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (চতুর্থ আদালত) বিচারক সামিউল হক এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আবির হোসেন এই দুজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, হামিদুর রহমানের তিন দিন ও সাইদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এসআই আবির হোসেন বলেন, 'মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আজ দুজন আসামিকেই থানায় আনা হয়েছে। নির্ধারিত রিমান্ড শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।'
এ ঘটনায় শিশুটির পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা দেওয়া সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, 'আদালতের এজলাসে উপস্থিত সব আইনজীবী শিশুটির পক্ষে অবস্থান নেন। আসামিপক্ষে কেউ দাঁড়ায়নি।'
'এটি এক নির্মম ও ঘৃণ্য কাজ। খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা পরিবারটির পাশে থাকব', বলেন তিনি।
গত শনিবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় নয় বছর বয়সী পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুটি। পরদিন সকালে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি কাজ করছে।
Comments