শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসাশিক্ষার্থী হাসপাতালে

মানিকগঞ্জ সদর উপজেলায় শিক্ষকের বেত্রাঘাতে আহত সাকিবুল হাসান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় ওই শিক্ষকের বিচার দাবি করেছে সাকিবুলের পরিবার।
উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় গতকাল এই ঘটনা ঘটে।
সাকিবুল উপজেলার অরঙ্গবাদ গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে। তিনি স্থানীয় আবু হুরাইরা (রা.) পুরুষ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
সাকিবুল জানান, মুখস্ত পড়া ভুল করায় শিক্ষক মোহাম্মদ ইউনুস রেজা তার সারা শরীরে বেত দিয়ে আঘাত করেন। শিক্ষকের পা ধরে মাফ চাইলেও রেহাই মেলেনি।
'পরে কাউকে না বলে আমি মাদ্রাসা থেকে চলে এসেছি,' বলেন তিনি।
সাকিবুলের মা লাইজু বেগম বলেন, 'পড়া না পারায় আমার ছেলেকে অমানুষের মতো মেরেছে। সবাই তো পড়াশোনায় ভালো হয় না! তাই বলে এভাবে আমার ছেলেকে মারবে? এর আগেও ওই স্যার আমার ছেলেকে মেরেছেন। আমি এর বিচার চাই।'
এ ব্যাপার জানতে চাইলে ইউনুস রেজা বলেন, 'দীর্ঘদিন ধরেই সাকিবুল পড়াশোনায় অমনোযোগী। এর আগেও তাকে সতর্ক করা হয়েছে। এ কারণে তাকে শাসন করা হয়েছে।'
মাদ্রাসার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর তিনি হাসপাতালে গিয়েছিলেন। ওই শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয় মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করবে।
'শিক্ষার্থীকে অতিরিক্ত শাস্তি প্রদান করা শিক্ষকের ঠিক হয়নি। এ ব্যাপারে মাদ্রাসার পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,' বলেন রফিকুল।
Comments