মোহাম্মদপুরে সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৪

সেনাবাহিনীর সৌজন্যে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ (৫৬) চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এদিন বিকেল সাড়ে ৩টায় বসিলা ক্যাম্পের সেনা সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু (৫৬) ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টির বেশি মামলা রয়েছে।

গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং 'টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো' এবং দুর্ধর্ষ অপরাধী 'কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার' এর গডফাদার হিসেবে পরিচিত।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

8h ago