নাঈমুল ইসলাম খান ও পরিবারের ১৬৩ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

নাঈমুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার পরিবারের ৪ সদস্যের ১৬৩ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

অপর চারজন হলেন নাঈমুলের স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের তিন মেয়ে  লাবিবা নাইম খান, জুলিকা নাইম খান ও আদিভা নাইম খান।

এই অ্যাকাউন্টগুলোতে মোট ৬ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৯৪৪ টাকা জমা করা হয়েছিল বলে আদালতের এক কর্মী দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে করা একটি মামলায় দুদক উপপরিচালক আফরোজা হক খান ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।

তার পক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন আদালতে আবেদন উপস্থাপন করেন।

আবেদনে বলা হয়, মামলার তদন্তের সময় দেখা গেছে ১৬৩টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৮৬ কোটি টাকা জমা এবং ৩৭৯ কোটি টাকা তোলার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, দুদক বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছে যে, নাঈমুল দম্পতি ও তাদের মেয়েরা যেকোনো সময় অন্যত্র টাকা স্থানান্তরের চেষ্টা করছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৫ ফেব্রুয়ারি একই আদালত নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী ও তাদের তিন মেয়ের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

৯ ফেব্রুয়ারি একই আদালত দুর্নীতির অভিযোগে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর ট্যাক্স ফাইল জব্দের নির্দেশ দেয়।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

14h ago