জামালপুরে ২ শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

ছবি: শহিদুল ইসলাম নিরব/স্টার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে একটি মাদ্রাসার শিক্ষক বজলুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ।

আজ শনিবার রাতে সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া গ্রামের রাওদাতুল আতফাল মাদ্রাসা থেকেই তাকে আটক করা হয়।

এর আগে সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা মাদ্রাসা ঘেরাও করেন এবং বজলুর রহমানকে প্রায় তিনঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি জানতে পেরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুই শিশুর অভিভাবক জানিয়েছেন, বজলুর রহমান একজনকে চার মাস এবং অন্যজনকে দুই মাস ধরে বিভিন্ন সময় বলাৎকার করেছেন। একজন সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে বাবা-মাকে জানায়।

জানতে চাইলে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন মোবাইল ফোন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবারও থানায় এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

3h ago