হাসপাতালে দিনভর সাহায্য করে সন্ধ্যায় মায়ের কাছ থেকে আড়াই মাস বয়সী শিশু চুরি

thakurgaon
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল থেকে আড়াই মাস বয়সী এক শিশু চুরি হয়েছে।

সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়। শিশুটির নাম সায়ান। সে সদর উপজেলার মনসুরহাট গ্রামের শিমুল হোসেনের ছেলে।

শিশুটির অভিভাবক জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় সায়ানকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থাকে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা ও নানি ওই নারীর কাছে সায়ানকে রেখে পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে যান। ফিরে এসে দেখেন, শিশুটি ও ওই নারীকে নেই। হাসপাতালের কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারীই শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম বলেন, 'ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে শিশুটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।'

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, 'পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নেমেছে। ইতোমধ্যে হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীর ছবি সংগ্রহ করা হয়েছে। এছাড়া হাসপাতালের আশেপাশের এলাকা এবং বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

1h ago