কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

কক্সবাজারে এক মার্কিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে তারেক-উর-রহমান ওরফে শৈল্য তারেক (৩০) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার বিকেল ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফুদ্দিন শাহীন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তারেক কক্সবাজারের মহাজেরপাড়ার মোহাম্মদ ফরিদের ছেলে। তার বিরুদ্ধে শিশু ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ওই মার্কিন নাগরিক তার নারী সহকর্মীর সঙ্গে সকাল ১০টার দিকে পৌর এলাকার সার্কিট হাউস রোড ধরে হেঁটে যাওয়ার সময় তারেক তাকে যৌন নিপীড়ন করেন।
'পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে,' বলেন শাহীন।
Comments