১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, টিপু মুনশি ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

দশ কোটি আট লাখ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আখতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
দুই মামলাতেই টিপু মুনশিকে আসামি করা হয়েছে।
টিপুর বিরুদ্ধে ৫ কোটি ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া তার নামে ১১টি ব্যাংক অ্যাকাউন্টে ৩১ কোটি ১৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে আইরিন মালবিকার বিরুদ্ধে ৪ কোটি ১৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
Comments