মামলায় কাফির অভিযোগ ‘জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় বাড়িতে আগুন’

পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি গতকাল রাতে আগুনে পুড়ে গেছে। ছবি: সোহরাব হোসেন/ স্টার

পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে কাফি নিজেই বাদী হয়ে কলাপাড়ায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে এই মামলা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মামলায় কাফি উল্লেখ করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এসময় নুরুজ্জামান কাফির মা-বাবাসহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যে থাকলেও তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন।

কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান অভিযোগ করেন, বাহির থেকে দরজা আটকে এ আগুন দেওয়া হয়।

আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
 

Comments

The Daily Star  | English
Ishraque's supporters padlock Nagar Bhaban

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

25m ago