বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারির আদেশ

বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের বিরুদ্ধে গত ডিসেম্বরে পৃথক চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আবেদনে দুদকের তদন্ত কর্মকর্তা বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ চেয়ে বলেন, বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পেরেছেন যে আইজিপি থাকাকালে বেনজীর বিপুল পরিমাণ অর্থ-সম্পদ অর্জন করেছেন এবং এর একটি অংশ সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কানাডায় স্থানান্তর করেছেন।

মামলার নথি অনুযায়ী, সাবেক আইজিপি বেনজির ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বছরের ২৩ মে একই আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেনজীর ও পরিবারের সদস্যদের নামে ৮৩টি দলিলের অধীনে থাকা ১১৪ একর জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এছাড়া বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করার নির্দেশ দেন আদালত।

তিন দিন পর একই আদালত দুর্নীতির অভিযোগে বেনজীর ও তার পরিবারের সদস্যদের আরও ১১৯টি দলিলে থাকা সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।

এছাড়া, বেনজীর, তার স্ত্রী জিশান মির্জা ও তিন মেয়ের মালিকানাধীন ৮টি এবং আংশিক মালিকানাধীন ১৫টি সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত।

গত বছরের ১৮ এপ্রিল দুর্নীতি দমন কমিশন বেনজীরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরুর সিদ্ধান্ত নেয়।

Comments

The Daily Star  | English

Yunus visits secret detention centres

Yunus is accompanied by two internal media outlets, foreign media outlets and a select group of victims, CA press wing told The Daily Star.

2h ago