প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি

গ্রেপ্তার কামাল খান ওরফে শাহ কামাল খান। ছবি: ডিএমপির সৌজন্য

তিনি কখনো নিজের পরিচয় দিতেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাবেক সহকর্মী হিসেবে। কখনো হয়ে যেতেন সাংবাদিক কিংবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। এভাবে মিথ্যা পরিচয়ে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও চাঁদাবাজি ও প্রতারণার ইতিহাস আছে তার।

গতকাল শনিবার কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬) নামের ওই প্রতারককে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি বলছে, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জানুয়ারি ট্রাফিক ডেমরা জোনের একজন পরিদর্শক ডেমরা থানার রাণীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। ওই সময় গ্রেপ্তারকৃত কামাল তার মোবাইলে ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ওই পরিদর্শকের বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করার হুমকি দেন।

পরে ওই পরিদর্শক বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে আলাপ করে জানতে পারেন যে কামাল একই পরিচয় দিয়ে অন্য পুলিশ সদস্যদের কাছেও বিভিন্ন সময় চাঁদা চেয়েছেন।

ডিএমপির ভাষ্য, এমন পরিস্থিতিতে গতকাল কামালকে কৌশলে মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে আসার পর আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে কামালের বিরুদ্ধে ডেমরা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

ডেমরা থানা থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডিএমপি আরও জানায়, কামাল একজন পেশাদার প্রতারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা ও চাঁদাবাজির বিষয়টি তিনি স্বীকারও করেছেন।

Comments

The Daily Star  | English

BRTA directive against CNG drivers for ignoring metered rates cancelled

DMP requested the CNG drivers to withdraw the blockades and to not hinder public movements on the roads.

31m ago