গুম-নির্যাতন: র্যাবের সাবেক ২ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ
গুম ও নির্যাতনের মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)
তারা হলেন- রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
আজ সোমবার সকাল ১১টা ৫ মিনিটে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ২০ ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন তাদের আবার ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
Comments