মিতু হত্যা মামলা: হাইকোর্টে জামিন পেলেন সাবেক এসপি বাবুল আক্তার

বাবুল আক্তার। ফাইল ছবি

স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এই মামলায় বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বাবুল আক্তারের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার জামিন মঞ্জুর করে রুল জারি করেন।

বাবুলের আইনজীবী জায়েদ বিন ইউসুফ দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের জামিনের আদেশের পর বাবুলের জেল থেকে মুক্তি পেতে কোনো আইনি বাধা আর নেই।

মামলার কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অসঙ্গতি রয়েছে মর্মে হাইকোর্ট জামিন মঞ্জুর করেন।

আজ জামিন আবেদনের শুনানিকালে বাবুল আক্তারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার সময় মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। হত্যার পর বাবুল বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে মামলা করেন।

পরে মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে যায়।

২০২১ সালের ১২ মে মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেইসঙ্গে অভিযোগ করা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে বাবুল তার স্ত্রীকে হত্যা করেছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago