জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

খালেদা জিয়া। ফাইল ফটো

হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দ্বিগুণ করার রায় দিয়েছিল। আজ সুপ্রিম কোর্ট আদালতের এই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে। 

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।

সাবেক প্রধানমন্ত্রীর লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) বিপরীতে এই আদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।

একইসঙ্গে হাইকোর্টের রায় বাতিলের জন্য আবেদন করারও অনুমতি পেয়েছেন খালেদা জিয়া।  

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালের ১৪ মার্চ খালেদা জিয়া তার আইনজীবীর মাধ্যমে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলে তার ১০ বছরের সাজা বাতিলের আবেদন জানান।

এ মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

পরে দুদকের পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

এর আগে গত ৩ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করার অনুমতি দেন হাইকোর্ট।

 

Comments

The Daily Star  | English

Work begins to restore Dhaka’s waterways

Criticism on social media as advisers inaugurate work by walking down a red-carpeted pathway

6m ago