হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে একটি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ বুধবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমান এ আদেশ দেন।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় আব্দুস শহীদকে।
আদালতের এক কর্মচারী জানান, তাকে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় উত্তরায় বাসচালক আলমগীর হোসেন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
নিহতের মা গত ৬ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।
মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ শহীদের বিরুদ্ধে ইতোমধ্যে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Comments