টঙ্গীতে ২০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গাড়ি ভাঙচুর

গ্রেপ্তার মো. ইব্রাহিম খলিল অপু। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যদের বহনকারী যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার টঙ্গী-পূর্ব থানার মরকুন এলাকায় এ ঘটনা ঘটে।  

গ্রেপ্তার মরকুন এলাকার মো. ইব্রাহিম খলিল অপুর (৩১) বিরুদ্ধে ২০টি মামলা চলমান এবং ৮ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অপুকে গ্রেপ্তারের সময় প্রায় ২০০ লোক পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।

টঙ্গী-পূর্ব থানার ওসি মো. কায়সার আহমেদ বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অপুকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরপরও তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।'

Comments