নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানি মামলা থেকে বিএনপির ৩ নেতাকে অব্যাহতি

Gavel

২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলা থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির তিন নেতাকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

অপর দুজন হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অভিযোগকারী পরপর কয়েক তারিখে আদালতে হাজির হতে ব্যর্থ হয়েছেন, আসামি পক্ষের আইনজীবীরা এমন আবেদন করার পর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুল হক আজ বুধবার এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আদালতকে জানান যে, অভিযোগকারী আগেই মারা গেছেন। তাই মামলাটি খারিজ করে আসামিদের মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক।

২০১৮ সালের ৬ আগস্ট আওয়ামী লীগ সমর্থিত সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে এই মামলা করেছিলেন।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago